আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ছবি কি কথা বলে? বলতে পারে?
কোন ছবি, ছবি হিসেবে দেখলে ওটা শুধুই ছবি।
কিন্তু ছবি দেখে যদি হৃদয়ের বদ্ধকুঠুরী খুলে যায়,
তাহলে ছবিটি অনেক কথা বলে দেয়...
দরকার শুধু উপযুক্ত শ্রবণযন্ত্রের।
গ্রন্থভুক্ত সব কবিতার উৎসই কোন কোন ছবি নর-নারীর বা প্রকৃতির বা বিমূর্ত কোন ছবি।
ছবি দেখে লেখা কবিতা পড়ে পাঠকের চোখে ভেসে উঠবে কোন না কোন স্থিরচিত্র।