অমর একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থ "নিঃসঙ্গ বিলাপ"। আমার এই কাব্য গ্রন্থে থাকছে একজন নারীর স্বপ্ন । যার প্রতিফলন ৬৪ টি কবিতায় পাওয়া যাবে।এই কবিতাগুলো গদ্য কবিতা।তবে সহজ সরল ও সাবলীল ভাষা ব্যবহৃত হয়েছে। এ পর্যন্ত যে কজন পাঠকের হাতে পৌঁছেছে, তাদের মনে আমাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন জাগিয়েছে। এই কবিতাগুলো আমার কি ব্যক্তিগত জীবন নিয়ে ! তার কারণ কবিতার মধ্যে আছে আমার শৈশব কৈশোরের দুরন্তপনা।আবার প্রেম, বিচ্ছেদ । ভারতের দুইজন কবি প্রশ্ন করেছেন , আপনার ভালোবাসার মানুষটা কে? আমি হেসে বলেছি কবিতার মধ্যে সে লুকিয়ে আছে। তবে পাঠকবৃন্দের কাছে আমার সত্যিকার প্রেমিক কে তা অজানাই থাকুক !
আসলে কবিতাই আমার গহীনমনের নিভৃত স্বপনচারিণী !!