শিশু-কিশোরদের মানস, চিন্তারাজ্য ও ভাববলয় বিকাশে মা-বাবার সহর্ষ সান্নিধ্য সাহচর্য অতি আবশ্যক। বন্ধু-স্বজনদের সাক্ষাৎ খুব প্রয়োজন। এর ব্যত্যয় ঘটলে তাদের মানসিক বিকাশ বিঘ্নিত হয়। কখনো রুদ্ধ হয়। শিশু-কিশোরদের যে ব্যগ্র বন্ধুতার বাসনা তাকে প্রতিরোধ করলে বা অন্যায় অবদমনে বাধ্য করলে তারা মানসিকভাবে বিক্ষত হয়, যা তাকে ক্ষুধামান্দ্য রোগে আক্রান্ত করতে পারে। তার দেহাবনতি ঘটাতে পারে। তার স্পৃহা নষ্ট করে দিতে পারে। এই বৈজ্ঞানিক সত্যকে অবলম্বন করে রচিত হয়েছে গল্প জাদুকন্যা। জাদুকন্যা বিথীর মাধ্যমে বদলে যাওয়া তিথির জীবনের কাহিনি এখানে উচ্চারিত হয়েছে। নিঃসঙ্গ, একাকী ও বন্ধুহীন তিথির কষ্টকথার আলেখ্য জাদুকন্যা এখানে হয়ে উঠেছে সকল শিশু-কিশোরের অব্যক্ত জীবনের সত্যভাষণ।