টিএসসির ভেতর খুব মানুষ নেই। অনেকটা ফাঁকা মনে হচ্ছে। তাপস এসেছে তিনটার দিকে। তার বন্ধু-বান্ধবরা এখনো আসেনি। দ্বিতীয় বর্ষে ওঠার পর তাদের সার্কেল অনেকটা ভাঙতে বসেছে। সবার রেজাল্ট ভালো হয়নি। রেজাল্ট একটি বড়ো বিষয়। ঢাবিতে ভালো রেজাল্ট না করতে পারলে সিনিয়ররা ভালো চোখে দেখে না। সিনিয়ররা ভালো চোখে না দেখলে হলে সম্মান বজায় রেখে থাকা কষ্ট হয়।
হল জীবনে হলের বড়ো ভাইরা একটি বড়ো ফ্যাক্ট, তারা যদি কখনো আড় চোখে দেখতে শুরু করে তাহলে স্বাভাবিক জীবন অনেক লাঞ্ছনার হয়ে উঠতে পারে। নিজের মানসম্মান ধরে রাখতে হলেও মোটামুটি ভালো একটি রেজাল্ট দরকার।
যাদের ভালো রেজাল্ট দরকার তারা এখন অনেকেই লাইব্রেরিতে সময় দেওয়া শুরু করেছে। প্রথম বছরের রেজাল্ট টানতে দ্বিতীয় বছরে অবশ্যই অনেক ভালো ফলাফল করতে হবে।