"স্বল্পকালীন জীবন থাকে নানা ঘটনায় ভরপুর কেউ হাসে কেউ কাঁদে জীবন ভর। বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন আসে জীবনে বাস্তবতা বুঝে তার পাশে।
চলার পথে মুখোমুখি হয় নানা সমস্যায় মাঝে মাঝে জীবন হয়ে দাঁড়ায় অসহায়। পায়ের নীচে মনে হয় নেই কোন মাটি চারপাশের মানুষগুলো নয় খাঁটি।
তবুও জীবন যুদ্ধ চালিয়ে যেতে হয় আগামী ভবিষ্যত গড়ার টানে সমাজে কিভাবে বাঁচা যায় মানসম্মানে। যতই প্রতিকুল পরিবেশ আসুক জীবনে ভালবাসা ও মায়া অটুট থাকুক।"