ফাতেমা-তুজ-জহুরা পেশায় একজন পুরকৌশলী এবং শিক্ষক। বাবা মরহুম মোঃ ফরিদ হোসেন এবং মা মিসেস রোকেয়া বেগম। একমাত্র ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। ঢাকার মিরপুরে বেড়ে উঠা কবি ১৯৯৩ সালে মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও ১৯৯৫ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর প্রকৌশলী হবার প্রয়াসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে ভর্তি হন। সেখান থেকে বি এস সি, এম এস সি এবং পি এইচ ডি ডিগ্ৰী সম্পন্ন করেন। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে আহসান উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। পেশাগত জীবনের বাইরে মনের তাগিদে কবি হিসেবে তার আত্মপ্রকাশ। ছোটবেলায় মায়ের হাতে খাবার খেতে খেতে মায়ের মুখে কবিতা আর ছড়া শুনে বড় হওয়া কবির মনে বাসা বাঁধে কবিতা। নানা কাজে সদা ব্যস্ত থাকায় কবিতা লেখা না হলেও বিভিন্ন দেয়ালিকায় লেখা প্রকাশ করা হয়েছে। করোনা মহামারীর প্রকোপে সব কিছু যখন থেমে যায় তখন তিনি কলম হাতে নেন। সেই থেকে লেখা শুরু।
সংসার জীবনে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান খানের সহধর্মিণী এবং এক কন্যার জননী ।