ভালোবাসা সুন্দর, ভালোবাসা বর্ণিল, ভালোবাসা বেঁচে থাকার এক অনন্য উপায়। মানুষই মানুষকে ভালোবাসে, ভালোবাসার কোনো সলজ্ঞা হয়না। বিশ্ব ব্রক্ষ্মান্ডে প্রকৃতির প্রতিটি জিনিস-ই ভালোবাসার আলিঙ্গনেও অচলমনকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। সল্প সময়ের এই বেঁচে থাকার মাঝেই আনন্দ-বেদনার গল্প, গল্প কবিতা গান ও ছন্দের সৃষ্টি হয়। জীবন জীবিকার তাগিদে মানুষ অস্তিত্বকে আঁকড়ে কতই কিছুইনা সৃষ্টি করে যায়, কালের বিবর্তনে হয়ে যায় ঐতিহ্য। লেখক মনে করেন তাঁর প্রমাণিক লেখা গুলো তাকে ছুয়ে গেছে অনেকখানি।