Category:জামাতে নাহবেমির
বাদশাহদের আখলাকের আলোচনা ঘটনা:- প্রশ্নঃ- শেখ সাদি (রহ.) এক বাদশাহর ব্যপারে কি শুনেছিল? উত্তরঃ- গ্রন্থকার আল্লামা শেখ সাদি (রহ.) বলেন, এক বাদশাহর ব্যপারে শুনেছি যে, তিনি এক কয়দিকে হত্যার জন্যে নির্দেশ দিলেন। অসহায় লোকটি ওই নিরাশ অবস্থায় যে ভাষা তার মুখে এল ইচ্ছেমতো বাদশাহকে গালমন্দ করতে লাগল ও ফালতু কথাবার্তা বলল।
প্রশ্নঃ- এমন অবস্থার ব্যপারে জ্ঞানীরা কি বলেছেন? উত্তরঃ- এমন অবস্থার ব্যপারে জ্ঞানীরা বলেছেন, 'যে ব্যক্তি প্রাণ থেকে হাত ধুয়ে ফেলে সে (প্রাণের মায়া ত্যাগ করে) যা মনে আসে বলে ফেলে।' (জীবনের শেষ মনে করে কথা বলতে কাউকে দ্বিধাবোধ করে না।)
Report incorrect information