একজন আদর্শ নারী পারে একটি পরিবার ও একটি সমাজকে পরিবর্তন করতে। আবার নারী পারে একটি পরিবার ও সমাজ ধ্বংস করতে। এ জন্য ইসলাম নারীকে সঠিক শিক্ষা দিয়ে তাকে আদর্শ নারী হিসেবে প্রথমে গড়ে তোলে। তারপর পরিবার ও সমাজ গঠনের উপযোগী করে। যা অন্যায়, গর্হিত এবং পরিবার ও সমাজের জন্য অকল্যাণকর তা থেকে তাদের দূরে রাখে। ফলে একজন শিক্ষিত মুসলিম নারী সময়ের পালা বদলে একটি আদর্শ পরিবার ও আদর্শ সমাজ গঠনে সমর্থ হয়।
নারীদের জীবনের বিভিন্ন দিক রয়েছে। যেমন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মায়ের জীবন, স্ত্রীর জীবন, কন্যার জীবন, ইত্যাদি। তার প্রতিটি জীবন যেমন ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত তেমনি সে সব বিষয়ে ইসলামও তাকে ভিন্ন ভিন্ন পথ ও পন্থা বাতলে দিয়েছে। ফলে, একজন নারী খুব সহজে জীবনের প্রতিটি ধাপই অনায়াসে, স্বাচ্ছন্দে পার করে দিতে পারে।
নারী জীবনের এমন ভিন্ন ভিন্ন দিক তুলে ধরা হয়েছে আমাদের এই বইয়ে। যা একজন নারীকে আদর্শবান হতে যেমন সাহায্য করবে তেমনি তার দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে বলেও আমরা আশা করি।