বিপ্লব কোনো যুদ্ধাস্ত্র নয়, বিপ্লব নহে ব্যাক্তি কেউ
বিপ্লব একটি প্রহেলিকা, বিপ্লব তারই বজ্র ঢেউ।
বিপ্লব আসে মুক্তি ব্রত, বিপ্লব হাসে রক্ত ঠোঁটে
বিপ্লবীদের অধীন চিত্তে, বিপ্লব দানা বেঁধে উঠে।
কবি তাঁর কবিতায় গতিপথ স্থিতি ও বিস্তৃতি বলতে কিছু নেই। যা আছে তা কেবলই দীর্ঘশ্বাসের ভিত্তিহীন এক উদ্বৃতি। যতিহীন কলমের কাল্পনিক কখনো তার অগ্নুৎপাত ঘটে, কখনো বা প্রগলভ বাস্তবতার ঘর্ঘণে ফিনিক্সের মত ঘুরে দাঁড়ায়, কল্পনা ও বাস্তবতার এই অশরীরি খেলায় একলা হারিয়ে যায় শরীরি সত্তা, স্নায়ুবিক অনুভূতি। কবি ভাবেন দস্তার মাদুলিতে বন্দি হয়ে পড়ে ইহকাল, মায়ার ছায়ানটে ক্রোক হয়ে যায় গচ্ছিত পরকাল।
কবি তাঁর কবিতা গুলোতে মানব হৃদয়ে লুকিয়ে থাকা প্রেম,ভালোবাসা ও সমাজের বাস্তবিক চিত্র, যেখানে সমাজ,রাষ্ট্র ও প্রকৃতি প্রেমিদের সমাজ চিত্র তুলে ধরেছেন।