মানুষ বলে- বাবা-মা ভালো কাজ করলে তাঁদের কাজের প্রভাব পড়ে সন্তানের উপর। বাবা মা'কে দেখে সন্তান শেখে, কিন্তু যদি তাঁরা ভুল করেন, তবে তাঁদের থেকে কী শিখবে সন্তান? কেউ হয়তো তাচ্ছিল্যের সুরে বলবে - কী আর শিখবে, বাবা-মায়ের মতো বেচারা সন্তানও গ্লোল্লায় যাবে!
কী করে বাবা-মায়ের ভুল থেকে শিক্ষা নিতে হয়, কীভাবে প্রভাবে প্রতিনিয়ত আত্মোন্নতির পথে অগ্রসর হতে হয়, বিরুপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়, মানব প্রেম, নারীর সংকোচ, প্রিয়জন হারানোর ব্যথা, বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া অদম্য সংগ্রাম- সবই এউপন্যাসের প্রতিটি পরতে-পরতে লুকিয়ে আছে।
মিতা,ঐশ্বর্য, রুপা,শাওন, শাওলিন,আহ্লাদী প্রতিটি চরিত্রই নিজ-নিজ স্থানে সুপ্রতিষ্ঠিত। তাদের জীবনে উত্থান-পথন আছে। আছে বাস্তবতার কারাঘাত, তবুও কোথাও না কোথাও তারা এক ও অনন্য।
সমাজের চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে বাস্তব জীবনের এক দৃশ্য অলঙ্কৃত করেন ' বোধোদয় '।