ভিন্নভিন্নভাবে গ্রাম ও শহরের পটভূমিতে কাহিনি রচিত হলেও চরিত্রগুলো মূলত একই ঘরের মানুষ। সেই ঘরের নাম জীবন। মানুষেরা এখানে পোড় খাওয়া। আশা-আকাক্সক্ষা কামনা বাসনার রঙিন আলো তাদের কাছে রংধনু জেনেও তারা তার জন্য মুখ তোলে, হাত বাড়ায়। কিন্তু হন্তারক অন্ধকারটুকুই তাদের প্রাপ্য হয়।
দু’একটি ছাড়া প্রায় সবগুলো গল্পেই এই অনুভ‚তিটি কাহিনি রূপে দানা বেঁধেছে। তাই বিষয়বৈচিত্র্য বলতে যা বোঝায়, সে জিনিসটির মোটামুটি অভাবই ঘটেছে এখানে। তবে জীবনের হঠকারিতা ও তার পরিপ্রেক্ষিতে মানুষের আপসহীন সংগ্রামের একটা গতির চিত্র যদি পাঠককে সচকিত করে, সেখানেই হবে গল্পকারের ইচ্ছাপূরণ।