মুক্ত খেচর,
প্রদীপ রায়
মনটাকে তোর মুক্ত করে
দে উড়িয়ে আসমানে,
পাতার মতো পড়ুক ঝরে
চিন্তাগুলো সবখানে।
নীলের ছোঁয়ায় মনটারে তোর
সুনীল হয়ে যাক,
হোক সেথা সে মুক্ত খেচর
দেহের দূরে থাক।
দেহের ভিতর বন্দি থেকে
মন গিয়েছে মরে,
হাত পা’য়েরা ফন্দি এঁকে
রাখছে তারে ধরে।
আর কতদিন সইবে রে মন
এমনতর জ্বালা,
অন্তরে তার ভাব অনুক্ষণ
খোঁজে উড়ার পালা।
মনটাকে তুই মনের মতো
বাঁচতে দিলি না,
তাই তো হেথা পরব্রত
শান্তি পেলি না।
আর না দেরি মনের বাঁধন
করে দে রে ছিন্ন,
সাধুক সে তার সুখের সাধন
হয়ে যা রে ভিন্ন।
শিবরাম