ভূমিকা ক্রিকেট সারা বিশ্বের মজাদার এবং জমজমাট একটি খেলা। এই খেলাটির উদ্ভব ইংল্যান্ডে হয় বলে জানা যায়। ষোড়শ শতাব্দীর শেষদিকে এটি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা, যাতে ১১ জন খেলোয়াড়বিশিষ্ট দুটি দল অংশ নেয়। বর্তমান বিশ্বে ক্রিকেট সবচেয়ে জমজমাট মজাদার একটি খেলা। ছোটবেলা থেকেই ক্রিকেট ভালোবাসি। মাঠে ধারাভাষ্য দিই। দৈনিক অজেয় বাংলার ক্রীড়া বিভাগে বিভিন্ন ক্রীড়া বিষয়ক লেখা লিখি। অনেক দিনের ইচ্ছে ক্রিকেট নিয়ে একটি বই লিখব। আসলে ছোটবেলায় যখন আবাহনী-মোহামেডানের খেলা দেখতাম, বুলবুল, নান্নু, আকরামদের খেলা, অনেক মুগ্ধ হতাম। আমি বিশ্বকাপ ক্রিকেট দেখি মূলত ১৯৯২ সাল থেকে। পাকিস্তান-নিউজিল্যান্ডের খেলা প্রথম টিভিতে দেখি। এরপর আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলার খবরাখবর রাখি। টিভিতে তাদের খেলা দেখা হয়। অনেক দিন যাবৎ ক্রিকেট নিয়ে আমার একটি বই লেখার যে আগ্রহ ছিল, ব্যস্ততা ও অলসতার কারণে তা লেখা হয়ে ওঠেনি। এবার ফাইনাল চেষ্টা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ক্রিকেট নিয়ে লেখা আমার বই ‘ফ্রি হিট’। এটি আমার চতুর্থ প্রকাশিত বই। যা সাহিত্যদেশ প্রকাশনা থেকে প্রকাশিত হচ্ছে। সর্বমোট ১২টি লেখা বইটিতে স্থান পেয়েছে। ফ্রি হিট একটি তথ্যভিত্তিক বই, যা সেই ছোটবেলা থেকে টিভিতে খেলা দেখে, বিভিন্ন পত্রপত্রিকা পড়ে এবং আমার অভিজ্ঞতা―আমার দেখা অনেক কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ভুলত্রুটি হলে পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নুরুল আমিন হৃদয় ১৬.০১.২০২৪ ফেনী
নুরুল আমিন হৃদয় একজন লেখক, সংবাদকর্মী এবং সংগঠক। কৈশোরে তার লেখালেখি শুরু। শুরু থেকেই লিখেছেন জাতীয় দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে। রম্য লেখক হিসেবে তিনি সমধিক পরিচিত। বিভিন্ন পত্রিকায় তার প্রকাশিত লেখার সংখ্যা অনেক। নুরুল আমিন হৃদয় ফেনী থেকে প্রকাশিত দৈনিক অজেয় বাংলার সাহিত্য, ক্রীড়া ও বিনোদন সম্পাদক। সাপ্তাহিক নবকিরণের বার্তা সম্পাদক। দখিনের হাওয়া সাহিত্য আড্ডার প্রধান সমন্বয়কারী, ‘লেখক ফোরাম ফেনী’র সভাপতি। আগামী অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হতে যাচ্ছে তার ক্রিকেট বিষয়ক লেখা চতুর্থ বই ‘ফ্রি হিট’। তার আগের তিনটি প্রকাশিত বই ‘হৃদয়ের কথা’, ‘এক হাতে তালি বাজে না’ ও ‘স্বপ্ন দেখে মন’। আগের প্রকাশিত বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে।