আমি এতো যে তোমাকে চেয়েছি। পাইনি তব দেখা। শুধু তোমার জন্য ঝরুক কিছু সন্ধামালতী। তবুও শেষ রাতের মাধুরি হোক কিছু একাকিত্ব। তোমায় যে এতো ভালোবাসে তার জন্য থেকো না হয় তুমি আরো অগুনিত কিছু প্রহর। এই অবেলায় ঘুম ভাঙিয়ে নিয়ে এসে ফিরে যায় কাল। সেখানে থাকুক তোমায় পাবার আকাঙ্খা অনন্তকাল। যেখানে ঘাসের ওপর তোমার কোল জুড়ে থাকে রোদ স্মিত। সেখানে প্রতিদানে তোমায় মিশে থাকা হোক অনুমিত। যেখানে বর্ষার ঘোরে টলে পরে থাকা ঝাউবন আটকে রাখে পথ। সেখানেই চোখে চোখ রেখে ভালোবাসি বলা হোক। এই যে কত অবলীলায় বলি ভালোবাসি আর তোমাকেই খুঁজি দিনরাত। তোমার নিরুত্তর, উদাস মুখটুকু ইশারায় বলে “কাছেই আছি”।
আজ কত শতাব্দীর পাড়ে দাড়িয়ে বলি “আমি আছি” কিন্তু তুমি রয়েছো নিরুত্তর। আর আমি কেবল তোমার পথ চেয়ে থাকি।
জানলে না কখনো আমি যে কতটা তোমায় ভালো বাসি।