কবি, গল্পকার ও শিশু সাহিত্যিক সঞ্জয় মুখার্জ্জী দীর্ঘদিন ধরে শুদ্ধ বাংলাভাষা চর্চায় বিশেষভাবে অবদান রেখে আসছেন। বাংলা বানান ও উচ্চারণবিষয়ক চারটি বই ‘ছন্দে লিখি বানান শিখি’, ‘দুরন্ত সংলাপ’ ও ‘দুরন্ত সংলাপ’ দ্বিতীয় খ এবং একই মলাটে দুটি বই‘ছন্দে আনন্দে’ ও ‘চন্দ্রবিন্দুর কাব্য’ ইতোমধ্যে প্রকাশিত হলে পাঠকমহলে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। এরই ধারাবাহিকতায় এ বছর ২০২৪ বইমেলায় প্রকাশিত হলো ‘দুরন্ত সংলাপ’-এর তৃতীয় খÐ। এ নিয়ে সঞ্জয় মুখার্জ্জীর বানানবিষয়ক পাঁচটি বই প্রকাশিত হলো। সঞ্জয় মুখার্জ্জী বলেন, ‘বাংলাভাষার জন্য আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি এবং এমন কি রাজপথে রক্ত দিতেও কুণ্ঠিত হইনি। পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রতিমধুর মাতৃভাষার ধারক-বাহক আমরাÑএটা আমাদের অহংকার। এই ভাষাতে যেহেতু আমরা মনের ভাব প্রকাশ করি, মাকে মা বলে ডাকিএই ভাষার সম্মান রাখতে আমাদের শুদ্ধভাবে লিখতে ও পড়তে শিখতে হবে।’ এ লক্ষ্যে তিনি তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করছি, তার এই প্রয়াস সফল হবে বানানবিষয়ক বইগুলো পাঠকপ্রিয়তা অর্জন করবে।