মন পাড়ার ইতিকথা, মুলত বিরহ প্রীতি অনুযোগ আর ভালো বাসার অনবদ্য কিছু কবিতার সমাহার, বিশেষ কিছু দিবস ভালেন্টাইন বর্নিল বৈশাখ, কবিতার কথা উল্লেখ যোগ্য, কবি মনের অব্যত্ত প্রেম কিছু কবিতায় ফুটে উঠেছে "প্রণয়'' লিখিত নিবেদন, 'অস্তিত্বে তুমি' ব্যথা আর কষ্টের কাব্য গুলিকে করেছে হৃদয় ছোঁয়া,, বিষাদিত, সব কিছুর একটা নন্দিত ভাব আছে কবির লিখিত এই মন পাড়ার ইতিকথায়,আশা রাখি পাঠক মনে জায়গা করে নিবে এই কাব্য গ্রন্থ "মন পাড়ার ইতিকথা! "