মানুষের জীবন এক রহস্যের বাতিঘর। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে এ রহস্যের মায়াবী ছক। এ ছকের ফাঁক—ফোকরে লুকিয়ে থাকে অজস্র না বলা গল্প।
কিছু গল্প রংহীন বেদনায় নিঃশব্দে ভিজিয়ে যায় রাতের বালিশ। কিছু গল্প রহস্যের মায়াজালে আবদ্ধ করে প্রতিনিয়ত। কিছু গল্প স্বপ্নকে পাখি হয়ে উড়তে শেখায়। কিছু গল্প আবার নিকষ কালো রাত গুলোকে গা ছমছমে ভয়ংকর করে তোলে।
এমন কিছু বাস্তব জীবনের গল্পের সমারোহ জীবন নির্ভর গল্পের একগুচ্ছ সংকলন ‘স্মৃতির কয়েদি’।
বইয়ের বেশির ভাগ গল্প সত্য ঘটনার প্রেক্ষাপটে লিখিত।