বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
পৃথিবীর সব অমূল্য বস্তু প্রকৃতিতে অপরিশোধিত অবস্থায় থাকে, দক্ষ হাতে তার পরিশোধন হয়। এই পরিশোধন ক্ষমতাকে আমরা বলি সভ্যতা। ধীরে ধীরে এই সভ্যতার দম্ভে আমরাই আবার খেলতে শুরু করি প্রকৃতির সাথে। আমরা ভুলে যাই আমাদের সীমা, যা লঙ্ঘনের শাস্তি ভয়াবহ। একসময় প্রকৃতিও আমাদের সাথে খেলতে শুরু করে, তার ভয়ংকর ক্ষমতার সামনে আমরা হয়ে যাই অসহায়। তখন আমাদের সমস্ত লব্ধ জ্ঞান আর প্রযুক্তি দিয়ে যে যুদ্ধ জয় করার চেষ্টা করি এবং কখনো কখনো জয়ও করি।
কিন্তু যে অস্ত্র দিয়ে আমরা জয় করি তাই আমাদের জন্য বিধ্বংসী হয়ে যায়। প্রযুক্তির কাছে খেলনা হয়ে যায় মানবজীবন, অর্জন, গৌরব, নিরাপত্তা। এক যুদ্ধ থামে, আবার আরেক যুদ্ধে লড়ে যেতে হয় অবিরত। ফিরে যেতে হয় আবার প্রকৃতির নিয়মে।
অপরিশোধিত সোনা নিখাদ হয় আগুনে পুড়ে, কিছু মানুষ নিখাদ হয় জীবনে আসা এমনই এক বহ্নিসময়ে। অদ্ভুত একটা সময় যখন মানুষ লড়তে শেখে, সাধারণ থেকে যোদ্ধায় রূপান্তরিত হয়। তবে যুদ্ধে যত বীরত্বের সাথে জয় আসুক না কেন, সৈনিক তার কিছু না কিছু হারিয়েই ফেলে।