আমরা জানি, ১৯৭৫ সালে আমাদের অহংকার ও গৌরবের ইতিহাসকে ক্ষতবিক্ষত করার পর্ব শুরু হয়েছিল, চলেছিল অনেকগুলি বছর। সত্যকে আড়াল করে ডাহা মিথ্যাকে সামনে নিয়ে আসা হয়েছিল। নতুন প্রজন্মকে সেসব শেখানো হচ্ছিল। জাতির জনককে নির্বাসনে পাঠানো হয়েছিল। ইতিহাস বলে, সত্যকে সাময়িক আড়াল করা যায়, মুছে ফেলা যায় না। মিথ্যাকে নাজেহাল ও অসহায় করার একমাত্র পথ সত্যকে সামনে আনা। নাট্যকার সত্যকে সামনে এনেছেন তথ্য উপাত্ত সহকারে, কোনো রকম চালাকি ও ভনিতা ছাড়া। এছাড়া তাঁর নাটকে আমরা পাই আমাদের চারপাশের অসঙ্গতি, যাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিচ্ছি, করে নিচ্ছি গা-সহা।