নিয়ামুল বারী একজন সৌখিন কবি ও ছড়াকার। তার ছড়ার ভাষা কাব্যময়। বলা যায় তিনি কবি। প্রকৃতিই তাঁর কাব্যশরীরকে স্বপ্নময় করে তোলে। সহজ করে বলার শক্তি তাঁর মধ্যে আছে। এজন্য তাঁর ছড়াপদ্যগুলো ছোটদের পাশাপাশি সকল বয়সের মানুষের কাছেও সমান গ্রহণীয় হয়ে ওঠে। বক্তব্যের দৃঢ়তা- ঋজুতা, ছন্দের কারুকাজ এবং নিপুণতা নিয়ামুল বারীর ছড়ার নিজস্ব বৈশিষ্ট্য।
বিভিন্ন সময়ে রচিত ৫৬টি ছড়া-পদ্য নিয়ে সাজানো তাঁর এই ‘দুধের মাছি’ ছড়াগ্রন্থ। এই শিরোনামের যথার্থতা এ বইয়ের লেখাগুলোতে স্পষ্ট। মানুষের দুঃখ-কষ্ট, রাজনীতি, রাষ্ট্র-সমাজের অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতি, অভাব ও অপ্রাপ্তিকেও তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেন বলে এখানে কিছু সাম্প্রতিক প্রেক্ষাপটের পদ্যও স্থান পেয়েছে।
তাঁর ছড়ার অগ্রযাত্রা অব্যহত থাকুক, শুভকামনা করি।
-প্রকাশক