আপনি এই বইটি কিভাবে পড়বেন?
শুরুতেই একটি বিষয় মনে রাখবেন যে, একজন মুসলমানের জন্য যেকোনো কাজের ক্ষেত্রে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তাই পড়ার আগে নিয়ত করে নিতে হবে যে, আমি বইটি এই জন্য পড়ছি যেনো আল্লাহ তায়ালা আমার প্রতি সন্তুষ্ট হন এবং এই বইয়ে আমি দীন সম্পর্কীয় যা কিছু পড়বো, তার ওপর আমল করার সর্বাত্মক চেষ্টা করবো ইন্শাআল্লাহ! যদি আপনি এই নিয়তে পড়েন, তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আপনাকে আমল করার তৌফিত দিবেন। আর যেই আমলগুলো করা আপনার জন্য কষ্টসাধ্য হবে, আপনার দৃঢ় নিয়তের বরকতে আল্লাহ তায়ালা তার ওপর আমল করা সহজ করে দিবেন এবং এই বই পড়তে গিয়ে যেই সময় ব্যয় হবে, তাও দীনে পরিণত ও ইবাদতে গণ্য হবে।