‘মহাকালের যাত্রী’ মাহবুব মোতানাব্বির ভিন্ন ধাঁচের গল্পের সংকলন। এখানে ‘সখি’র মতো শুধুই সংলাপ নির্ভর মনোবিশ্লেষণধর্মী গল্প আছে। আছে মহাকালের পথে ধাবমান যাত্রীদের মনোদৈহিক পর্যালোচনার গল্প ‘যাত্রী’। সৎমানুষ খুঁজে না পাওয়ার হতাশা যেমন আছে, তেমনি আবার আছে উজ্জ্বল ভোরের প্রত্যাশা।
কোনো জমজমাট রূপকথা নেই। বরং ঘটনার ঘনঘটার বিচিত্র সমারোহ। গ্রামের বেড়ার ধুন্দল লতা থেকে ঝকঝকে শহরের বিলাসবহুল ড্রইংরুম সর্বত্র পরিব্রাজকের মতো ঘুরে বেড়িয়েছেন গল্পকার। সাথে সাথে পাঠকরাও সাথী হচ্ছেন মহাকালের মহাসড়কে এ বৈচিত্র্যময় ভ্রমণের।