মানব জীবনের নানা অনুষঙ্গ, চাওয়া-পাওয়া, ব্যথা-বেদনা, প্রেম-বিরহকে ছাপিয়ে ঈশ্বর এবং শয়তানের মাঝে যে মিথস্ক্রিয়া কাজ করে তারই প্রতিফলন ঘটিয়েছেন কবি হোসেইন আজিজ তাঁর বাঘবন্দির ছক কাব্যগ্রন্থে। এই গ্রন্থে মলাটবদ্ধ সাতান্নটি কবিতাকে একেকটি আলাদা আলাদা সত্তার বলে মনে হয়েছে। কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় স্বাতন্ত্র্যবোধ ও বিমূর্ত ব্যঞ্জনায় ভরপুর।
কবি অন্যান্যদের মতো গতানুগতিক পথে না হেঁটে ভিন্ন পথে হেঁটে ভিন্ন স্বরে কথা বলতে চেষ্টা করেছেন। কবির এই ভিন্নতার মাঝে পাঠক খুঁজে পাবেন প্রেম, প্রকৃতি, দ্রোহ, স্বদেশ, ঈশ্বর ও ইবলিসকে। পাঠকের জন্য একটি কবিতার খ-িত অংশ এখানে উদ্ধৃত করছিÑ
‘ইদানীং পুরো পৃথিবীটা তস্করের ভাস্করের
আমলার কামলার, প্রেমিকের শ্রমিকের
বেপারির ফড়িয়ার, সাধু আর অসাধুর
গল্পে গল্পে সয়লাব, তেলে জলে একাকার!
গল্প তো সকলেরই আছে, শুধু তোমার আমার
গল্পটা ঝুলে আছে ক্লীব সময়ের কার্নিশ ধরে।’