১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
নওয়াব সিরাজউদ্দৌলা পরিবারের শুভেচ্ছা কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায়- “হে অতীত তুমি ভূবনে ভূবনে, কাজ করে যাও গোপনে গোপনে ।” সত্যিই তো তাই অতীতই বর্তমানের ভিত্তি, আর সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন গড়ে ওঠে মানুষের দ্বারাই। তাই বর্তমান সভ্যতার প্রয়োজনে অতীত ইতিহাস রোমন্থন একান্ত প্রয়োজন । নতুবা জাতির অগ্রগতি থেমে যাবে । বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নওয়াব সিরাজউদ্দৌলা পলাশীর মাঠে বিশ্বাস ঘাতকদের গভীর ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিলেন। অশেষ দেশ প্রেমিক, তেজস্বী এবং বাংলাতে মোগল শক্তির শেষ প্রতিনিধি সিরাজ মসনদে না বসে যেন ষড়যন্ত্র আর চক্রান্তের জালের মধ্যে বসেছিলেন। তাঁর আগে থেকেই সেই জাল যথেষ্ট বিস্তৃত হয়ে পড়েছিল । আর তাঁর সময়ে তা বস্তুতঃ রাজধানী মুর্শিদাবাদকেই সম্পূর্ণ গ্রাস করে ফেলে । পরিণাম হয় পলাশীর প্রহসনে মোগল শক্তির পরাজয় । সিরাজ হত্যা এবং ইংরেজ শক্তির উদয় । সকলের জানা ইতিহাসের বাইরের অনেক অজানা কথা, নওয়াব পরিবারের খুঁটিনাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বইটিতে উল্লেখ করা হয়েছে। সেগুলো পাঠকগণকে চিন্তায় আচ্ছন্ন করবে এবং অভিভূত করবে। বইটিতে লেখক নওয়াব সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নিসা বেগম পরিবারের ইতিহাস সন্ধান করেছেন এবং প্রামাণ্য তথ্য সমেত নওয়াবের বংশধরগণের পরিচয় লিপিবদ্ধ করেছেন, সে অংশটুকু বিশেষ মূল্যবান। সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নিসা পরিবারের সদস্যগণের ছবি এবং মুর্শিদাবাদ সহ অন্যান্য ঐতিহাসিক ছবি এই বইখানিকে সমৃদ্ধ করেছে, আশা করি সেগুলো পাঠকগণকে বিশেষভাবে আকর্ষণ করবে । আমি সৈয়দ গোলাম মোস্তাফা নওয়াব সিরাজউদ্দৌলা পরিবারের ৮ম বংশধর বিভিন্ন তথ্য দিয়ে উক্ত বইটির জন্য আমার ছেলে এস.জি. আব্বাস আরেব এবং তার গড়া বন্ধুত্বের সংগঠন Shab friendship garden এর বন্ধুদের সাহায্য-সহযোগিতা করেছি এবং বিশেষ যত্ন-সহকারে বইটির পাণ্ডুলিপি আগাগোড়া সংশোধন করে দিয়েছি । বইটি সকল শ্রেণীর পাঠকের মনে স্থান করে নিবে, ভাল লাগবে- বিশ্বাস আমার । ঐতিহ্যবাহী নওয়াব সিরাজউদ্দৌলা পরিবারের নতুন পুরাতন প্রজন্মের সকলের পক্ষ থেকে প্রকাশক, লেখক, পাঠক এবং Shab friendship garden এর সকল বন্ধুদের সুন্দর সবকিছুর শুভেচ্ছা জানাই ।