1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 189 You Save TK. 11 (6%)
Related Products
Product Specification & Summary
“আমি ’৭১ দেখিনি স্বাধীন জন্মভূমি দেখে মুগ্ধ” আমি কোন দিন কিছু লিখবো কল্পনা করিনি। কিন্তু শিক্ষক এর সন্তান হয়ে কল্পনা করেছি বাবার মতো শিক্ষক হব। চার বোনের মধ্যে সবার বড়ো হওয়ায় মাকে কাজে সাহায্য করতে হয়েছে। বাড়িতে ছিলেন ঠাকুমা। তিনি আমাকে প্রাণ দিয়ে ভাল বাসতেন। দাদু ছিলেন তখনকার দিনে নামকরা ডাক্তার।
ঠাকুমার শিক্ষার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না থাকলেও ভালছাত্রী ছিলেন। তাঁর কাছে আমি অনেক শিক্ষা পেয়েছি। আজ লিখতে চেষ্টা করেছি তা, তাঁর ই সান্নিধ্যের ফসল। আজ তিনি নেই, তাঁকে অন্তরের গভীরে রেখে আমার বইটি শ্রীমতী প্রফুল্ল বালা রায়ের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করলাম।
ঠাকুরমার পাশে শুয়ে রাতের পর রাত বাবার মুক্তিবাহিনীতে যোগ দেয়া ও মুক্তি যুদ্ধের গল্প শুনে শুনে দেশকে ভালবাসতে শিখেছি। এই বই রচনা ও প্রকাশের ক্ষেত্রে আর একজনের কথা না বললে অন্যায় হবে এবং নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। তিনি আমার স্বামী মেহেদী হাসান। তাঁর উৎসাহ ও অনুপ্রেরণা যয় আমার প্রজন্ম ’৭১।