আমার যা কিছু গুন, যা কিছু শিক্ষা সবটাই আমার আম্মার থেকে পেয়েছি। যতটুকু নিতে পেরেছি তা সামান্য, তার গুন আকাশ সমান, তার মহত্ত্ব এত বিশাল তার সামান্য ধারন করতে করতে পেরেছি হয়তো। আমার যা কিছু তার সবটুকু ঋণ তাই আজ আম্মাকে। আম্মা হাসলে আমরা হাসি আম্মা কাঁদলে আমরা কাঁদি।লতার মতোই তাকে ঘিরে বেড়ে উঠেছি উচ্ছাসে! আমার আব্বার কাছ থেকে পাওয়া গুন হলো বই পড়ার অভ্যাস। আব্বা ডায়েরি লিখতেন, দেখে গড়ে উঠেছিলো লেখার অভ্যাস। আব্বা বেড়াতে পছন্দ করতেন কিন্তু আমাদের ছেড়ে কোথাও যাওয়া হয়ে ওঠে নাই কখনও।
আমার আম্মা আমার লেখাগুলো ছাপার অক্ষরে দেখার
স্বপ্ন নিয়ে বেঁচে আছেন। আমার এ হেজাযের পথে বইখানা তাই আমার জীবনের শ্রেষ্ঠ দুজন মানুষের জন্য রেখে যেতে চাই সাদাকায়ে জারিয়া হিসেবে। আব্বা আজ অনন্ত ভ্রমণের পথে ঘুরে বেড়াচ্ছেন। আমার বইখানা ছুঁয়ে দেখতে না পারলেও আমার হৃদয়ের গভীর আনন্দের ধারা ছুঁয়ে যাক তার পবিত্র আত্মায়।
লেখাগুলো সংকলন করার তাগিদ দিয়েছেন যারা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।