Category:পশ্চিমবঙ্গের বই: সমকালীন উপন্যাস
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
যে ঘরটি কাচের ছিল, একটা পলকা টোকায় চুরচুর করে ভেঙে গিয়েছিল এই আখ্যান সেই ঘরের মানুষদের নিয়ে !অক্ষরা দীপক চুয়ার জীবন আখ্যান; ঘুরেফিরে এসেছে পারিপার্শ্বিক। কাহিনি শুরু হয়েছে দীর্ঘ সময় পরে অক্ষরার ফিরে আসা সেই বাড়িতে যে বাড়ি থেকে সে একদিন শূন্য বুকে ফিরে গিয়েছিল একাকী জীবনের দিকে।কিন্তু কেন? দীর্ঘ বছর পরে ফিরে এসেছে অক্ষরা পুরনো সেই বাড়িতে! পুরনো গাছ থেকে ব্যবহৃত চেয়ারটি পর্যন্ত পড়ে আছে প্যাসেজে যদিও তার শরীর থেকে রঙ উঠে বিবর্ণ ! আত্মীয়স্বজনরা কেউ মৃত, কেউ অশক্ত শয্যাশায়ী! ফেলে যাওয়া ফ্ল্যাটের প্রতিটি ঘরে ভেঙে যাওয়া কাচের টুকরো…. ! মানসিক ব্যধিগ্রস্ত কন্যা চুয়া চরম ঈর্ষা হিংসায় বিষাদে আত্মহত্যা করেছিল সিলিং ফ্যানের সঙ্গে মিত্রতা করে! সেই ধুলো পড়া ঘরে ঢুকে অতীতে ঢুকে পড়ে সে! চুয়ার ফেলে যাওয়া ডায়েরির পাতায় পাতায় অক্ষরার প্রতি সহিংসতা…জ্বালা যন্ত্রণার প্রকাশ। অতীত অক্ষরার সামনে! চরম স্বার্থপর দীপক বহুকাল পরে তার সামনে জীবন্ত! ভয়ঙ্কর প্রতিটি দিন এই পরিত্যক্ত বদ্ধ ঘরে গুমরে মরছিল যেন! তিনটি প্রাণী নয়; বিলাসী জীবনের আধুনিকতার অভিশাপ নয়, চরম মনস্তাত্ত্বিক সঙ্কটে ছিন্নভিন্ন হওয়া কয়েকজন মানুষ মানুষীর জীবনালেখ্য কাচ ঘরের ডায়েরি!
Report incorrect information