"অধরা স্বপ্ন”লেখক কারিমুন নাহারের প্রথম গল্পগ্রন্থ। দশটি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প রয়েছে এখানে। তার গল্পগুলো ভালোবাসা ও জীবন বাস্তবতায় সমৃদ্ধ। গল্পগুলোতে নিটোল নিবিড় প্রেম যেমন রয়েছে তেমনি রয়েছে জীবনের কিছু কঠিন বাস্তবতা। তাই গল্পগুলোকে জীবনমুখী গল্পও বলা যায়।
গল্পে মুলত থাকতে হয় শৈল্পিক বর্ণনার চুম্বক আকর্ষণ। গল্পকার মনলোভা পেলবীয় শব্দ অলংকার দিয়ে তার গল্প সাজাবেন তার প্রিয় পাঠকের জন্যে। গল্পে সত্যিকার গল্প থাকতে হবে, অনেকেই গল্প লিখেন কিন্তু গল্প খু্ঁজে পাওয়া যায় না, এ বিষয়ে নবীন লেখিকা ' কারিমুন নাহার ' শতভাগ মুন্সিয়ানা দেখিয়েছে। উনার লিখায় চুম্বক আকর্ষণ বিদ্যমান। প্রিয় পাঠক একদমে না পড়ে উঠবেই না -এ কথা জোর গলায় বলা যায়।
মানুষের জীবনের স্বপ্নগুলো বেশিরভাগ সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, অথচ মানুষ সেই অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্যে প্রাণপন প্রচেষ্টায় লিপ্ত থাকে অবিরত। বইটির কিছু গল্পেও এই স্বপ্নছোঁয়ার আকুতি পরিলিক্ষত হয়, অথচ তা থেকে যায় অধরা। তাই বলা যায় বইয়ের নাম “অধরা স্বপ্ন” যথার্থ ও স্বার্থক হয়েছে।
বইটির সবগুলো গল্পই পাঠকের হৃদয় ছুঁবে । আশা করি সব ধবনের পাঠকদেরই তা ভালো লাগবে, ব্যাপক পাঠক প্রিয়তা পাবে।