উড়ে গেলো প্রাণ পাখিটা
উড়ে গেলো প্রাণ পাখিটা
শূন্য করে খাঁচা
তার স্মৃতি আগলে রেখে
দেখি বাঁচার আশা।
সে ছিল মোর প্রেম প্রেরসী
হৃদ মহলের ফুল
তাকে হারিয়ে শোকে তাপে
হয়ে গেছি ব্যাকুল।
আদর করে ডাকতাম তারে
সোনা ময়না পাখি
হঠাৎ একদিন বিদায় নিলো
আমায় দিয়ে ফাঁকি।
মায়াবিনির মায়াজালে
আমায় রেখে বেঁধে
একলা করে চলে গেলো
মরছি কেঁদে কেঁদে।
প্রাণ পাখিট ছিলো মোর
জীবনের চেয়েও দামি
তার বিহনে এই হৃদয়টা
হয়ে গেছে মরুভূমি।
এক মুহূর্ত না দেখলে
মুখটা করতো ভার
মাটির ঘরে কেমনে আছো!
আমায় করে পর।
যেই পাখিটা ছিল মোর
আঁধার ঘরের আলো
তাকে ছাড়া এই ভুবনে
কেমনে থাকি ভালো।