ষাটের দশকে পূর্ব পাকিস্তানে ঘোষিত 'শত্রুসম্পত্তি' আইনটি ছিল হিন্দু সম্পত্তি আত্মসাতের এক পরিকল্পিত ষড়যন্ত্র। লক্ষ লক্ষ হিন্দু সেই আইনে বিদ্ধ হয়ে সমস্ত সম্পত্তি ত্যাগ করে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিল। অঘোরও চলে এসেছিল স্ত্রী ও বিকট-দর্শন পুত্র গণেশকে সঙ্গে নিয়ে। গণেশের মধ্যে দুটি বিপরীত সত্তার সুস্পষ্ট অবস্থান – গণেশ ও পরমেশ। সত্তাদুটি নিজেদের মধ্যে কথা বলে, বিবাদ করে আবার একে অন্যকে ভালোও বাসে।
জ্বলন্ত খিদের আগুন, অন্তহীন প্রেমতৃষ্ণা, আগ্রাসী যৌনকামনা ও লেখক হওয়ার তীব্র বাসনা নিয়ে শুরু হয়েছেল নিম্নবর্গের যুবক গণেশপরমেশের অবিশ্বাসী লড়াই। বাস্তবতা-জাদুবাস্তবতার সমন্বয়ে সাবলীল গদ্যে লেখা একাধিক মাত্রায় বিধৃত এই উপন্যাস বাংলা সাহিত্যে একটি বিশেষ সংযোজন।