হুট করে উবে যাওয়া সম্প্রীতির আবির্ভাবও ঘটেছে হুট করেই।
সম্প্রীতির ফোনকলের বদৌলতে এক স্বর্ণের দোকানে ডাকাতির কেসে জড়িয়ে পড়েছেন শাহীনুর রায়হান। ওদিকে কামরাঙ্গীরচরের এক খুনের মামলার কেস লড়ছে জাস্টিস ল্য ফার্মের অ্যাসিস্টেন্ট লয়্যার নিপুণ। অতিসাধারণ দুটো কেসের অন্তরালে লুকিয়ে আছে কিছু নির্মম সত্য। শাহীনুর রায়হান ও নিপুণের হাত ধরে সেই সত্যের খোলাসা হবে কি না সেটাই এক বিরাট প্রশ্ন!
‘কাঠগড়া’র মতো ‘হাতকড়া’য়ও উঠে এসেছে আদালত কক্ষের সমস্ত জঞ্জাল, সেই সাথে উঠে এসেছে নগরীর পঙ্কিল দিকের একাংশ। অপরাধের জগত আর সেই জগতের টানাপোড়েনে সাধারণ মানুষের দগ্ধ জীবন বিচরণ করতে চাইলে আপনাকে ঘুরে আসতে হবে ‘হাতকড়া’র শহরে।