কবিতা হাসায় কাঁদায় ব্যথায় ব্যথিত হয় ৷ কারো সুখে আন্দোলিত হয় ৷ প্রেমে কবিতা বিরহে কবিতা ৷ সমাজ গঠনে কবিতা ৷ মানব মনকে সুন্দরের পূজারী করে তুলতেও কবিতা ৷
কবিতা সর্বত্র অর্থাৎ কবিতা হল জীবনের অনুসঙ্গ ৷ কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া কবিরা আজও বেঁচে আছেন শুধু তাঁদের কবিতার জন্য ৷
তাই কবিতা সবসময় প্রতিদিনের সকালের মত নতুন ৷" শেষ বিকেলের ছোঁয়া " কাব্যগ্রন্থটি অন্যান্য কাব্যগ্রন্থের মতই হৃদয়ছোঁয়া ৷ কি জানি হয়তো শেষ বিকেলে এই কাব্যগ্রন্থটি আপনার হৃদয়কে আবির রঙে রাঙিয়ে দিবে ৷ তাই পাঠকের কাছে এই বইয়ের সাফল্য কামনা করছি ৷