6 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 175TK. 159 You Save TK. 16 (9%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ভূমিকা অনেক দিন হলো: বছর পঁয়ত্রিশ তো হবেই-আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মিলে ছোট ছোট দশ খণ্ডে ‘জানবার কথা’ বলে সেই তৈরি করেছিলাম। তখন যাঁরা আমাদের দলে ছিলেন ,তাঁদের মধ্যে কেউ কেউ এখন বেঁচে নেই; কেউ কেউ আবার আমাদের পুরোনো দল ছেড়ে গিয়েছেন। কিন্ত সেই পুরোনো দিনগুলোর কথা ভাবতে এখনো কিছুটা উত্তেজিত লাগে। দশমাথা এক করে ভাববার চেষ্টা , আর প্রত্যেকেরই উৎসাহ প্রবল,বিশ্বাস গভীর। তখনকার পৃথিবীটাও হয়তো কিছুটা অন্যরকম ছিল। সমসাজতান্ত্রিক দুনিয়ার কোনো সংকট চোখে পড়তো না; সারা পৃথিবীর খেটে খাওয়া মানুষের তারা ছিল আশা-আকাঙ্খার কেন্দ্র।
এখন বেশকিছু যেন রদবদল হয়েছে। অনেক সংশয় উঠেছে। বিরুদ্ধ সমালোকরা সোৎসাহে হাসি তামাসা শুরু করেছেন। বিশ্বস্ত কর্মীদের মধ্যে কখনো হতাশার ভাব।
‘জানবার কথা’র শেষ বা দশম খণ্ড ছিল এই বই-‘সত্যের সন্ধানে মানুষ’ ।
আমার লেখা। তখন ঠিক কি লিখেছিলাম হুবহু মনে ছিল না। নতুন করে ছাপাবার প্রস্তাব যখন এলো ,পুরোনো ছেঁড়াখোঁড়া কপিটা আবার উল্টে দেখলাম।
মনে হলো ,তথ্য বদলায়, বদলেছে। কিন্তু সত্য অত সহজে বদলায় না। সত্যের সন্ধানও নয়। সংগ্রামে নতুন সমস্যা মাথা তুলেছে ঠিকই কিন্তু মূল সমস্যাটা একই থেকেছে। তাই নতুন করে ছাপায় কোন বাধা নেই। হয়তো দরকারও আছে। এইসব দশ কথা ভেবে পুনর্মুদ্রণের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু চরম বিচারক অবশ্যই পাঠক। তাঁরা কি বলেন-রা বলেন, তা জানবার আগ্রহে থাকলাম।
দেবীপ্রসাদ চট্রোপাধ্যায়