জাগরণের কবি জামাল হাসান খান মান্নার নীলা প্রেমের আঙিনায় হেমন্তের তৃণের মতো ফোটা ফুল। দেশমাতৃকার বিষন্ণ উঠোনে রক্তাক্ত ফাগুনের গান। কবি বেদনা-দ্রোহ আর প্রেমকে একই সুতায় বেঁধে দিতে চেয়েছেন তাঁর কাব্যে। নীলা শুধু একটি নামই নয় নীলকণ্ঠে গরল ধরে স্বদেশপ্রীতির কোরাস।
প্রবাসের ব্যস্ততম দিনেও জামাল হাসান খান মান্না--‘বাঁচাও প্রজন্ম বাঁচাও দেশ’ বলে চিৎকার করছেন আপন মনে। অগ্নিঝরা যুদ্ধদিনের কথা বারবার স্মরণ করতে চান। ক্ষুধার্ত মানুষের চোখে স্বাধীনতার স্বপ্ন রুইয়ে দিয়ে মুক্তির পথ দেখাতে চান।
বন্দিত্ব নয় মুক্তবাতাসে প্রেম- ভালোবাসার উল্লাসিত জীবনের দিকে হেঁটে যাক তরুণ প্রজন্ম। ঘৃণা-জন্ম-বিষাদে মানুষ, মানুষ হোক মনুষ্যত্বে।