শরীফ মাহমুদ ছিদ্দিকী রচিত বাংলার আইনস্টাইন: অমল কুমার রায়চৌধুরী গ্রন্থটি বাংলায় জনপ্রিয় বিজ্ঞান সাহিত্যের জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে স্বীকৃতি পাবে-একথা নিঃসন্দেহে বলা যায়। এই ক্ষুদ্র গ্রন্থে লেখক আমাদের সকলের প্রায় অপরিচিত এবং আমাদের কাছে প্রায় হারিয়ে যাওয়া একজন বিজ্ঞানী বুদ্ধিজীবীর জীবনী ও তাঁর বিখ্যাত অবদানের কথা স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে এবং আলোচনা করেছেন পশ্চিম বাংলার বিশেষ করে কলকাতার বিজ্ঞান গবেষণার পরিপ্রেক্ষিতে।