* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
-আপনিই তো সেই ব্যক্তি, যে সোহান নামক ছেলেটাকে ছুরি দিয়ে মেরেছেন, তাই না?
-না, একদমই না। আমি তো প্রথমে কলমের নিভ দিয়ে ওর চোখ উপড়েছি। তারপর ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভিতরের সবটা তুলেছি।
ফেরারি এবং আরিয়ান দুজনেই হতবাক হয়ে তাকায়। কথাগুলো বলার সময় একবারও মানুষটার গলা কাঁপলো না। কত অবলীলায় সে স্বীকারোক্তি দিচ্ছে! মায়েরা সন্তানের জন্য কতদূর যেতে পারে, খোদা!
আরিয়ান তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে বললো, —সোহানকে ধরার কাজটা সহজ ছিল না বলে আপনার স্ত্রীকেই কাজে লাগালেন। তাই না? খুনটাও উনি একাই করেছেন। কিন্তু, এমন সুগভীর পরিকল্পনা সত্ত্বেও পরপর দুটো খুন এত তাড়াহুড়োয় কেন?
Report incorrect information