5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 349 You Save TK. 51 (13%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
বিশ্বায়নের প্রভাব আর প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের চারপাশের অনেক কিছুই বদলে গেছে, বদলে যাচ্ছে। পরিবর্তনের এই ধারা গণমাধ্যমের জন্যও একইভাবে প্রযোজ্য। এখন থেকে দুই দশক আগে আমি যখন বাংলাদেশে একটি অনলাইন নিউজপোর্টালের ধারণাকে ধীরে ধীরে বাস্তব করে তুলছিলাম, তখন অনেক সহকর্মী সাংবাদিক একে নিরুৎসাহিত করছিলেন। কেউ কেউ স্রেফ পাগলামি বলতেও ছাড়েননি। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যমের বিবর্তনের যে ঢেউ টের পাচ্ছিলাম তাতে আত্মবিশ্বাসের সঙ্গেই সচেষ্ট থেকেছি দেশে নবযুগের সম্ভাবনাময় গণমাধ্যম হিসেবে অনলাইন নিউজপোর্টালের ভিত্তি গড়ে তুলতে। প্রতিষ্ঠা পেয়েছিল বিডিনিউজ২৪.কম নামে দেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল
বিডিনিউজ প্রতিষ্ঠার পর বাংলানিউজে এক অনবদ্য জার্নির মধ্য দিয়ে অনলাইন গণমাধ্যমের ক্রমবিকাশের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছি। আনন্দের সঙ্গে বিপুল পাঠকের অভূতপূর্ব সাড়া আমরা তখন পাই। প্রারম্ভিক দিনগুলিতে মহলবিশেষের নিরুৎসাহিতা ছিলো ঠিকই, কিন্তু তাতে আত্মবিশ্বাস ও উদ্যম টলেনি। পরবর্তীতে বার্তা২৪.কম এর আত্মপ্রকাশেও পাঠকের অব্যাহত আস্থার প্রমাণ পাওয়ায় আরো আত্মিবশ্বাসী হয়েছি। ফলে এটি দ্ব্যার্থহীনভাবেই বলা যায় যে, অনলাইন গণমাধ্যমই এখন মূলধারার গণমাধ্যম।
আজ আনন্দের সঙ্গেই লক্ষ্য করছি, এই দশকে দেশে অসংখ্য অনলাইন সংবাদপত্র প্রতিষ্ঠা লাভ করেছে। সেই সঙ্গে অনলাইন সাংবাদিকতায় যুক্ত সাংবাদিকদের সংখ্যাও বিপুল। আমি বলি শতফুল ফুটতে দাও। এবং আশার কথা হচ্ছে, মুদ্রিত ও সম্প্রচার মাধ্যমের সাংবাদিকরাও এখন অনলাইন সাংবাদিকতায় নিজেদের ক্রমান্নয়ে খাপ খাইয়ে নিচ্ছেন। যদিও একথা সত্য যে, দেশের বিকাশমান অনলাইন গণমাধ্যমে যুক্ত সাংবাদিকদের মানোন্নয়নে আমাদের আরও অনেক কাজ করে যেতে হবে।
এই মানোন্নয়নে নতুন যুগের প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সামগ্রিক বিষয় নিয়ে বই রচনা খুব প্রয়োজন। সাবেক সহকর্মী আশিস বিশ্বাস সে কাজটিই করেছেন। এমন উদ্যোগের জন্য আন্তরিক সাধুবাদ জানাই তাঁকে। তাঁর লিখিত 'অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম' বইটি আমি পাঠক হিসেবে পড়েছি। আর একজন পাঠকের দৃষ্টিতে বলতে চাই, এটি খুবই ভালো বই হয়েছে। নিঃসন্দেহে যাঁরা অনলাইন সাংবাদিকতা করছেন বা আগামীতে করবেন তাদের সবারই বইটি উপকারে আসবে। বলা যায়, বইটি সহায়ক নির্দেশিকার মতোই কাজে দেবে।