মানুষের কোন সম্পর্কই শিকলবন্দী কয়েদী নয় যে সে সামনের মানুষ টাকে বিনাবাক্যে অনুসরণ করবে, সম্পর্ক ঠিক কচু পাতায় তুলে রাখা জল কিংবা মাঝ দিঘিতে ফুটে থাকা একটি মাত্র নীলপদ্ম যা আসলে দূর থেকে দেখতেই বেশি সুন্দর, কাছে গেলে বা হাতের স্পর্শে তা নষ্ট হওয়ার আশংকা টাই বড্ড বেশি থাকে।
-কথা দিয়ে কথা রাখাটা সর্বোত্তম সুন্দর চরিত্রের ব্যাক্তিত্বের পরিচয় ধারন করলেও একটি প্রবাদ আছে 'অধিক মিষ্টিতে ডায়াবেটিস'
বংশীয় আভিজাত্য কখনই একটি প্রাণ কিংবা একটি হাসিখুশি গোছালো পরিবারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হতে পারে না।
এক বাড়িতে থাকতে গেলে ঘটিতে বাটিতে বারি খায়,এটা স্বাভাবিক কিন্তু তাই বলে মান অভিমান করে দূরত্ব বাড়িয়ে কতখানি দূরে গেলাম,, আবার সেটা মেপে দেখার কোন মানে হয় না।
-সম্পর্ক, সীদ্ধান্ত, পরিকল্পনা, এবং পরিবার, এই বিষয়গুলোতে কখনই তৃতীয় ব্যাক্তির আগমন ঘটাতে নেই।