রক্তের ভিতরেই হয়তো রয়েছে লেখালেখির সুপ্ত বীজ যার উদগীরণ ছোট্ট পরিসরে ছোট ছোট লেখার প্রয়াস।নানা,মামা সর্বোপরি মায়ের লেখা টানতো ছোটবেলা থেকেই।
ইংরেজি সাহিত্যে পড়েও বাংলার প্রতি অসীম দুর্বলতা প্রকাশের দুর্বার আকর্ষণ বাস্তবতা কল্পনা স্বপ্ন বিলাসী মন চিনতে পারি না,বুঝতে পারি না।বাংলার প্রকৃতি মনের অজান্তেই তৈরি করে দেয় সেই মেলবন্ধন।
একতারা হাতে লালন পদ্মার সোহাগী তনয়া গড়াইয়ের পথ ধরে চলেছেন শিলাইদহের কুঠিবাড়ির উদ্দেশ্যে যেখানে রয়েছেন বাংলা সাহিত্যের মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর।ভীতসন্ত্রস্ত হৃদয়ে গুটিগুটি পায়ে মেঠোপথে নামলাম আমিও...