বই: বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্যচর্চা করেছেন। রাজা রামমোহন রায় দিয়েছেন গৌড়ীয় ব্যাকরণ, বিদ্যাসাগর দিয়েছেন বিরাম চিহ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জন্ম দিয়ে বাংলা সাহিত্যের গদ্য শাখাকে প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এসে বাংলা ছোটগল্প প্রাণ ফিরে পেয়েছে। কল্লোল গোষ্ঠীর হাতে একটি যুগের আবির্ভাব ঘটেছে। এভাবেই বাংলা সাহিত্য কাব্যনির্ভরতা থেকে বেরিয়ে এসেছে।
ফলে প্রবন্ধ সাহিত্য শক্তিশালী হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রবণতা দেখতে পেয়েছি। সাহিত্যচর্চায় যুক্ত হয়েছে স্বদেশী আন্দোলন, দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ প্রভৃতি প্রেক্ষাপট। কবি-লেখকরা সেসব প্রবণতাকে কাজে লাগিয়েছেন। শিল্প-সাহিত্যে তুলে ধরেছেন। পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করেছেন। একেক জনের প্রবণতা একেক রকম হয়ে ধরা দিয়েছে। নানাবিধ শিল্পরূপ উন্মোচিত হয়েছে।
এই গ্রন্থে মূলত বাংলা সাহিত্যে যেসব প্রবণতা প্রতিফলিত হয়েছে, তারই কিঞ্চিৎ ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই অর্থে কোনো প্রবন্ধই গবেষণা নয়, আবার গবেষণার বাইরেও নয়। প্রাতিষ্ঠানিক গবেষণার কথা বললে ইচ্ছা করেই সেই ফর্ম বা রীতিকে এড়িয়ে যাওয়া হয়েছে। সাধারণের পাঠ উপযোগী করার প্রয়াস চালানো হয়েছে।