যুগে যুগে পৃথিবীর প্রতিটি দেশে কিছু মহান নেতার আবির্ভাব ঘটে, শেখ মুজিবুর রহমান ছিলেন তেমনি একজন নেতা। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন।
শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ১৯৪২ সালে ম্যাট্রিক পাস করেন। স্কুল জীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে।