মানুষ অন্যের কাজ দেখে প্রভাবিত হয়। অন্যের সফলতা দেখে হয় উদ্বুদ্ধ ও উৎসাহিত। বিশেষ করে, ঈমানদার মুমিন মুসলমান মাত্রই ঈমান ও আমলী জীবনে পরিপূর্ণ ব্যক্তির আমল ও আখলাক দেখে মনে বিশেষ প্রতিক্রিয়া অনুভব করে এবং নিজেকেও তার মতো সাজাতে, রাঙাতে চেষ্টা করে। এমনিভাবে নিজের ছেলে সন্তানরাও তাদের মতো হোক মনে মনে সবসময় এই কামনা করতে থাকে। এই মহৎ উদ্দেশ্য সামনে রেখেই আমরা "আমলি জীবন গড়ার গল্প" সিরিজের আয়োজন করেছি। এটা এই সিরিজের চতুর্থ বই-যার নামকরণ করা হয়েছে, “কেমন করে ঘুমায় বলো।"