একটি চিঠির গল্প। গল্পটি জান্নাতি প্রেমাস্পদ হুরের চিঠির। প্রেমিকা বা প্রেমাস্পদের চিঠি কতই না মধুর হয়। দুনিয়ার প্রেমিক-প্রেমিকারা চিঠির আদান-প্রদান করে।
প্রেমিকা তার প্রেমিকের চিঠির অপেক্ষায় থাকে। তেমনি প্রেমিক পুরুষটিও তার প্রেমাস্পদের চিঠির অপেক্ষায় থাকে। চিঠি এলে বারবার পড়ে। মন ভরে না; আবার পড়ে। এভাবে বহুবার একে অপরের চিঠি পড়তে থাকে। চিঠিতে প্রেমিকের প্রতি প্রেমাস্পদের বহু আবদার থাকে তেমিন প্রেমাস্পদের প্রতিও প্রেমিকের বহু আবদার থাকে। থাকে অভিযোগ-অনুযোগ। কখনও থাকে মান-অভিমান। কখনও থাকে স্নেহভরা শাসন। কখনও থাকে প্রেমময় আবেদন-নিবেদন।