Category:ইসলামি সাহিত্য
আকর্ষণীয় চাবির রিং ফ্রি! এক নজরে কুরআন নিলেই চাবির রিং পাচ্ছেন KEYRING কোড ব্যবহারে!
বহতা নদীর স্রোতের মতো বয়ে যায় সময়। ঢেউয়ের তোড় ঠেলে, জলকল্লোলে দুলে দুলে ছুটে চলে জীবনতরি। ঘাটে ঘাটে নোঙর করে সওদা নেয়; হাটে হাটে ফেরি করে পুঁজি জমায়। এভাবে এগিয়ে যায় অন্তিম মোহনায়। যখন সন্ধ্যা নেমে আসে, থেমে যায় ইহজীবনের বাইচ; শুরু হয় পরপারের যাত্রা। সেই যাত্রার পাথেয় এখান থেকেই সঞ্চয় করে নিতে হয়।
পার্থিব জীবনের সর্বোত্তম পাথেয় তাকওয়া তথা আল্লাহর ভয়। মুমিন বান্দার মনে সবসময় আল্লাহর ভয় থাকে। তার কথায় ও কাজে এটা ফুটে ওঠে। তাই সে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে এ পাথেয় সামনে রাখে, এর আলোকে পথ চলে। এটাই ইসলামের মহান শিক্ষা, জীবন গড়ার দীক্ষা। এ বইয়ে গল্পের আবহের ভেতর দিয়ে ইসলামের এ শিক্ষাকে তুলে ধরা হয়েছে।
Report incorrect information