মাওলানা সুলতান আহমাদ নানুপুরি রহ. এর জীবনাচার, কীর্তি, বয়ান ও মালফুজাত ।
হজরত নানুপুরি রহিমাহুল্লাহর বয়ান ছিলো আপাতদৃষ্টিতে সরল ও সাধারণের জন্য বোধগম্য।
এতে উপস্থিত লোকজনের মাঝে তাৎক্ষণিক একটা প্রভাব দেখা যেতো ।
দুর্বলচিত্তের লোকেরা কাঁদতে শুরু করতো।
যারা আমার মতো কঠিন হ্রদয়ের, তারা অনিচ্ছাকৃতভাবে ফেলতো চোখের জল।
তারা তাদের সংশোধনের জন্য চলে যেতো হজরতের কাছে বা অন্য কোনো মুরশিদের কাছে।