১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
আমার লেখালেখির শুরুটা কবিতা দিয়ে হলেও যেকোনো প্রবন্ধের প্রতি অমোঘ এক টান ছিল বরাবরই। কিন্তু কখনো প্রবন্ধ লিখব বা লিখতে পারব এমনটা ভাবিনি। সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ (সম্পাদক : খালেদ উদ-দীন) ও ‘বইকথা’য় (সম্পাদক : শামসুল কিবরিয়া) প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তারপর নব ভাবনা, শব্দকথা, ভারতের বঙ্গীয় দর্পণ, লহমা, মহাবঙ্গ লিটল ম্যাগাজিনে ও জাতীয় দৈনিক প্রসাদ-এ নানা বিষয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিছু প্রবন্ধ নিজের ভালোলাগার তাগিদে লিখেছি, যা অপ্রকাশিত। বইটিতে তেরোটি ভিন্ন ভিন্ন বিষয়ের প্রবন্ধ আছে। প্রবন্ধগুলো কবি-সাহিত্যিকদের জ্যেষ্ঠতানুসারে সাজানো হয়েছে।v শিরোনাম প্রসঙ্গে কিছু বলতে চাই। ‘অনুধ্যানে নিবিড় পাঠ ও অন্যান্য’- অগ্রজ কথাসাহিত্যিককে পাঠ করে তাদের নিয়ে লেখার জন্য ধ্যানমগ্ন হতে হয়েছিল। আর কিছু প্রবন্ধ যেমন : কবিতা বিষয়ক, মৈমনসিংহ-গীতিকা, মুক্তিযুদ্ধে নারীর অবদান, ছোটোকাগজের আদ্যোপান্ত ইত্যাদিকে ‘অন্যান্য’ প্রবন্ধ বলে উল্লেখ করেছি। শুরুর অনুপ্রেরণা যুগিয়েছেন কিছু লিটল ম্যাগাজিনের সুহৃদ সম্পাদকগণ। আর বই আকারে প্রকাশের জন্য উৎসাহ, সাহস এবং একইসাথে প্রকাশনীর খোঁজও দিয়েছেন কবি, প্রাবন্ধিক ও সম্পাদক উদয় শংকর দুর্জয়। বইটির ফ্ল্যাপ লিখেছেন কবি ও গবেষক গৌরাঙ্গ মোহান্ত। তাদের কাছে আমার এ অপরিশোধ্য ঋণ শোধ বা স্বীকারের জন্য নয় বরং আজীবন শ্রদ্ধার সাথে স্মরণীয় করে রাখার জন্য এ কথাগুলো বলা। এ বইটি প্রকাশের দায়ভার নেওয়ার জন্য অনুপ্রাণন প্রকাশনা সংস্থার কর্ণধার আবু মো. ইউসুফ ভাইয়ের নিকট কৃতজ্ঞ এবং এ বইটি প্রকাশের সঙ্গে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানাই।