বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
বছর চারেক আগে ঘনিষ্ঠ বন্ধু শিল্পী সুরজিৎ ও কমলিনী চ্যাটার্জির পরিকল্পনায় এবং প্রযোজক ও পরিচালকের অনুরোধে বাংলা সিনেমার জন্য ওঁদের চাহিদা অনুযায়ী চিত্রনাট্যের ধাঁচে নতুন মার্ডার মিস্ট্রি লিখতে শুরু করেছিলাম। ওরা চেয়েছিলেন গতানুগতিক গোত্রের রহস্য ও গোয়েন্দা কাহিনির বাইরে ভিন্নস্বাদের প্রাপ্তমনস্ক থ্রিলার, যার মধ্যে মজুত থাকবে সবরকম উপাদান।
সেই চিত্রনাট্য গোছের লেখা সম্পূর্ণ হওয়ার পরে গল্পের আকারে প্রকাশিত হয় বছর তিনেক আগের এক নামি পুজোসংখ্যায়। বেরোবার পরে বেশ কয়েকজন সমালোচক বন্ধু রীতিমত বিরক্তির সুরে বলেন, 'এটা কী হয়েছে? গল্প, না নাটকের স্ক্রিপ্ট, নাকি জগাখিচুড়ি? কোনোটাই তো ঠিকঠাক মেশেনি!' তখন আমার বোধোদয় হয়, ওঁদের সমালোচনা যথার্থ। একটি কাহিনিকে বীজ থেকে ডালপালা ছড়ানো বৃহৎ বৃক্ষে বিস্তৃত হওয়ার সমস্ত সম্ভাবনাকে আমি নষ্ট করেছি!
Report incorrect information