আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ঠোঁটে যে ক্যাটক্যাটে লাল থাকে,
সে দেখা করেছিল গতকাল সন্ধ্যায়
গুচ্ছ পাপড়ির আকুতির গোলাপে।
সুবিধা হলো না তার। অভিমানে ফ্যাকাশে-
ক্রমশ উড়ে গেল অন্য নীলে, মুক্ত আকাশে
যখন পুড়ে গিয়েছিল দেবতার প্রেমবাণ
কথা ছিল সমস্তে ছড়াবে দেব- প্রেমটান
অথচ সেসব রাত্রি বিলাপহীন মূর্তিমতন
অপলক তাকিয়ে থাকে, নিঃসঙ্গ লাগে।
কেউ কেউ করেছিল আফসোস তবু,
সে সব সন্ধ্যা বন্ধবার ছিল বলে-
মিলনের মন্ত্র পাঠ করেন নাই প্রভু।
ঠোঁটে যে ক্যাটক্যাটে লাল থাকে
বুকে দেখা দিল সে
মুষ্টিবদ্ধ হাতের শ্লোগানের জবাবে।
সুবিধা হল না তার। এই পরিবারতন্ত্রে
লাশ মিথ্যা হয় চেতনায়- রাষ্ট্রের ষড়যন্ত্রে।
অথচ এইসব রাত্রি আকুতির বিলাপে মূর্তমান
অপলক তাকিয়ে থাকে, লাশের মতন লাগে
অথচ কথা ছিল, এই যে যোদ্ধাপ্রাণ
রক্ত দিয়ে লিখে যাচ্ছে মুক্তির আখ্যান
তারা পাতে পাবে ভাত ও ভিটামিন।
এইসব অপুষ্টির ফাঁদে আটকে থাকবে না দিন।
কেউ কেউ করে আফসোস তবু
অনুমতি নাই বলে
এইসব জীবনেরে এড়িয়ে যাচ্ছে প্রভু।