পুলিশ : কি বলেন বিড়বিড় কইরা, দালানকোঠার কথা কি জানি কইলেন... বেশি কথা কইলে বড় দালানে হান্দাইয়া দিমু।
মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। ‘রাস্তায় করিনি কাণ্ড পুলিশে মেরেছে’ ধরনের ফিলিংস হলো।অকারণ অপমান হালকা করতে চাইলাম।
আমি : কেউ আমাকে মাতাল বলে...
অবাক করে অফিসার আমার কণ্ঠ কেড়ে গাইতে শুরু করলেন।
পুলিশ : তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি... নাম কি?
নামধাম বললাম।
পুলিশ : নামে নামে তো মিল আছে... মিতা বইলা ছাইড়া দিলাম... করোনায় ধরার আগেই বাসায় যান!